Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ১২ উপজেলায় নির্বাচন : প্রস্তুতি সম্পন্ন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ৬:১৩ পিএম

১৮ মার্চ বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে বগুড়ার ১২ উপজেলায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহনের জন্য পুরোপুরি প্রস্তুত ৯শ’৫৪টি কেন্দ্র। রোববার দুপুরেই ১২ উপজেলার সবকটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শেষ হয়েছে।
দায়িত্ব প্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন , ভোট গ্রহন ও ফলাফল পর্যন্ত শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন করা হয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য। এছাড়া পুলিশের ১শ’৬টি মোবাইল টিম, ২৪টি স্ট্রাইকিং ফোর্স এবং পুলিশের ১শ’টি টিম থাকবে স্ট্যান্ড বাই ফোর্স হিসেবে প্রস্তত থাকবে।
জেলার ১২ উপজেলায় ১শ’৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভার ২৫ লাখ ৩৮ হাজার ১শ’৫৬ জন ভোটারের জন্য ৯শ’৫৪টি ভোটকেন্দ্র এবং ৬ হাজার ৬শ’২টি কক্ষ রয়েছে। উপজেলা চেয়ারম্যান , ভাইসচেয়োরম্যান এবং মহিলা ভাইসচেয়ারম্যান হিসেবে নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১শ’৩৩ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪০ জন, ভাইস চেয়ারম্যান ৫০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৪৩ জন। বগুড়ার শেরপুর ও আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে শাসক দলের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ