Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেজহীন নির্বাচন

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আগামীকাল পঞ্চম উপজেলা নির্বাচনের ২য় ধাপে দিনাজপুরের ১৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার পর্যায়ের সর্ববৃহৎ এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। ইতিমধ্যেই জেলার ৪ উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। এসব উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নাই কোন শক্ত প্রচারণা। প্রায় সব কটিতেই আওয়ামী লীগের প্রার্থীর সাথে স্বতন্ত্র হিসাবে আওয়ামী লীগ নেতার লড়াই হচ্ছে। কিছু কিছু এলাকায় জাতীয় পার্টি রয়েছে প্রতিদ্ব›িদ্বতায়। বিগত দিনে স্থানীয় ভোটের যে আমেজ থাকতো তার ১০ শতাংশও এবার প্রতিফলিত হচ্ছে না। প্রার্থীরা এখন ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু কতটুকু সফল হবেন তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সরকারি দলের মধ্যেই।
এবার দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে দিনাজপুর সদর, পার্বতীপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৯টি চেয়ারম্যানসহ অন্যান্য পদগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সদর উপজেলার একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃত্যুবরণ করায় এই উপজেলায় আগামী ৩০ মার্চ নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছে। বাকি ১২টি উপজেলায় ১৮ মার্চ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
৯টি উপজেলার চেয়ারম্যান পদে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বীরগঞ্জ উপজেলায় ৪ জন প্রতিদ্বন্দ্বিতায় করছেন। বিরল উপজেলায় প্রতিদ্বন্দ্বিতায় করছেন ৩জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ২ জন, ফুলবাড়ীতে ৩, কাহারোলে ৪, বিরামপুরে ৩, নবাবগঞ্জে ৪ ও খানসামায় ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় করছেন।
দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, জেলার ১৩টি উপজেলা পরিষদের ৭৯১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৮০টি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপর ১১১টি কেন্দ্রকে সাধারণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ১১ হাজার ২০৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটকেন্দ্রে ও টহল ডিউটিতে দায়িত্ব পালন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ