Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোসেনপুরে লড়াই জমে উঠেছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাচন জমে উঠেছে। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ হোসেনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি এ নির্বাচন বর্জন করার কারনে এ উপজেলায় বিএনপির কোন প্রার্থী নেই। তবে প্রচার-প্রচারণায় জৌলুসের কোন কমতি নেই।
দেশের অন্য যে কোন উপজেলার চেয়ে দারুন জমজমাট হয়ে উঠেছে হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচন। প্রতিদিন উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকা জমজমাট কাব্যিক গানের মাধ্যমে মাইকিং, উঠান বৈঠকসহ, লিফলেট হাতে প্রার্থী ও তার সমর্থকদের আনন্দমুখর প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রার্থীদের ব্যাপক প্রচারণার কারনে এখানে নির্বাচনি উত্তাপ ভিন্ন মাত্রা পেয়েছে। নির্বাচনে চলছে ডিজিটাল প্রচারণা, ফেইসবুকসহ সামাজিক যোগাযাগ মাধ্যমে প্রার্থীও তার সমর্থকরা বিভিন্ন পোস্ট দিয়ে দোয়া ও সমর্থন চেয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ-জাতীয় পার্টি ও ছাত্রলীগের সাবেক এজিএস (স্বতন্ত আওয়ামী বিদ্রোহী) প্রার্থী ভোটযুদ্ধে মাঠ সরগরম করে রেখেছেন। চেয়ারম্যান পদে মূলত এ তিন প্রাথীর মাঝেই লড়াই জমে উঠেছে। তবে ভাইস চেয়ারম্যান পদগুলোতেও লড়াই হবে সেয়ানে সেয়ানে। বিশেষ করে দুই প্রার্থী (পুরুষ) এর মাঝে লড়াই হবে হাড্ডা-হাড্ডি। বিজয় নিশ্চিত করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান(পুরুষ-মহিলা)প্রার্থীরা বিরামহীন গণসংযোগে উপজেলার সর্বত্রই এখন আন্দনঘন পরিবেশ বিরাজ করছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থী ও সমর্থকদের অব্যাহত গণসংযোগ। প্রার্থীরা মাঠ-ঘাট চষে বেড়ানোর পাশাপাশি দিচ্ছেন নানা উন্নায়নের প্রতিশ্রুতি। আগামী ২৪ মার্চের হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচন হবে জমজমাট লড়াই। কে হবেন হোসেনপুরের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান তা নিয়ে চলছে ভোটারদের মধ্যে নানা হিসাব-নিকাশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ