Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেটরের মাথায় ডিম নিক্ষেপ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার জন্য মুসলমানদেরই দোষারোপ করে মন্তব্য করায় অস্ট্রেলিয়ায় এক সিনেটরের মাথায় ডিম ভেঙেছে এক কিশোর। শনিবার মেলবোর্নের এক অনুষ্ঠানে সিনেটর ফ্রেসারের অ্যানিংয়ের মাথায় এ ডিম ভাঙা হয়। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে অ্যানিং বলেছিলেন, শুক্রবার নিউজিল্যান্ডের রাস্তায় রক্ত ঝড়ার প্রকৃত কারণ হচ্ছে তাদের অভিবাসন কর্মসূচি, যা মুসলিম উগ্রবাদীদের অভিবাসনের প্রথম স্থান হিসেবে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। শনিবার মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন অ্যানিং। এসময় এক কিশোর স্মার্টফোন হাতে পেছনে দাঁড়িয়ে অ্যানিংয়ের বক্তব্য রেকর্ড করছিল। এক পর্যায়ে ওই কিশোর অ্যানিংয়ের মাথায় ডিম ভাঙে। বিস্মিত অ্যানিং দ্রুত পেছনে ফিরে ওই কিশোরের গালে চড় মারেন। ওই কিশোর পাল্টা আঘাত করতে গেলে দুজনের মধ্যে প্রায় ধস্তাধস্তি শুরু হয়। এসময় নিরাপত্তা কর্মীরা ওই কিশোরকে আটক করে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিম

১৪ অক্টোবর, ২০২২
১০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ