Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও মেননের ফাঁসি চেয়ে বিক্ষোভ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ৫:৩৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও রাশেদ খান মেননের ফাঁসি চেয়ে বিক্ষোভ করেছে ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। শনিবার বিকাল ৪ টায় ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাশেদ খান মেনন জাতীয় সংসদে কওমি মাদ্রাসার বিরোধী বক্তব্য দেওয়ায় মেননকে কাদিয়ানীদের দালাল উল্লেখ করে ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাকুল ওলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম হামিদীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল, সহ সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা হিফজুর রহমান, মুফতি আব্দুল্লাহ নাটোরী, প্রচার সম্পাদক মাওলানা ওবায়দুল হক, সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকসহ ধর্মপ্রাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • ALAMIN ১৬ মার্চ, ২০১৯, ৬:৩১ পিএম says : 0
    এখানে মাওঃ হিফজুর রহমান ও মাওঃ আব্দুল্লাহ নাটোরীর নাম দেওয়ার কারণ কি তারাতো উক্ত সমাবেশে বক্তব্য প্রধান করেনি
    Total Reply(0) Reply
  • ahmad ১৭ মার্চ, ২০১৯, ১১:৩৪ পিএম says : 0
    আহ্‌মদীয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস ইসলামের মৌলিক বিষয়ে অন্যান্য সুন্নী মুসলমানদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস এক ও অভিন্ন। এ প্রসঙ্গে আহ্‌মদীয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্যা গোলাম আহমদ (আ.)-এর লেখার একটি অংশ উদ্ধৃত করছি। তিনি বলেনঃ “আমরা ঈমান রাখি, খোদা তা‘লা ব্যতীত কোন মা‘বূদ নাই এবং সৈয়্যদনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম আল্লাহ্‌র রসূল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি, কুরআন শরীফে আল্লাহ্ তা‘আলা যা বলেছেন এবং আমাদের নবী (সা.)-এর পক্ষ থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনানুসারে তা সবই সত্য। আমরা এ-ও ঈমান রাখি, যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলি অবশ্যকরণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বে-ঈমান এবং ইসলাম বিরোধী। আমি আমার জামা‘তকে উপদেশ দিচ্ছি, তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্’-এর উপর ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কুরআন শরীফ হতে যাদের সত্যতা প্রমাণিত, এমন সকল নবী (আলাইহিমুস সালাম) এবং কিতাবের প্রতি ঈমান আনবে। নামায, রোযা, হজ্জ ও যাকাত এবং এতদ্ব্যতীত খোদা তা‘লা এবং তাঁর রসূল (সা.) কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূকে প্রকৃতপক্ষে অবশ্য-করণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোট কথা, যে সমস্ত বিষয়ে আকিদা ও আমল হিসেবে পূর্ববর্তী বুজুর্গানের ‘ইজমা’ অর্থাৎ সর্ববাদী-সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নত জামা’তের সর্বাদি-সম্মত মতে ইসলাম নাম দেয়া হয়েছে, তা সর্বতোভাবে মান্য করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোন দোষ আমাদের প্রতি আরোপ করে, সে তাকওয়া বা খোদা-ভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কিয়ামতের দিন তার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে, কবে সে আমাদের বুক চিরে দেখেছিল, আমাদের এই অঙ্গীকার সত্বেও অন্তরে আমরা এসবের বিরুদ্ধে ছিলাম”? “আলা ইন্না লা’নাতাল্লাহে আলাল কাযেবীনা ওয়াল মুফতারিয়ীনা” অর্থ্যাৎ - সাবধান! নিশ্চয় মিথ্যাবাদী ও মিথ্যারোপকারীদিগের ওপর আল্লাহ্‌র অভিসম্পাৎ। (আইয়ামুস্‌সুলেহ্ পুস্তক, পৃষ্ঠা: ৮৬-৮৭)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ