Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতে কর্মকর্তাদের কাছে ছাত্রীদের পাঠাত তামিলনাড়ুর শিক্ষিকা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ৫:৩১ পিএম

রাত নামলেই ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন এক শিক্ষিকা। পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দিতে তিনি এ কাজ করতেন বলে অভিযোগ।

এই অভিযোগে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি`র প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

পরীক্ষায় ভালো নম্বর তুলতে তামিলনাড়ুর মাধুরাই কামারাজ বিশ্ববিদ্যালয়ের (এমকেইউ) প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ছাত্রীদের শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন কলেজ শিক্ষিকা নির্মলা দেবি। এ ঘটনায় কলেজ থেকে বহিষ্কার করা হয় এ সহকারী অধ্যাপককে।

এমকেইউ অনুমোদিত দেভাঙ্গা আর্টস কলেজের এ শিক্ষিকার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে এক অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেলে তার এ কুকর্মের কথা বেরিয়ে আসে।

অভিযোগের প্রেক্ষিতে গত বছরের এপ্রিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় ১১ মাস পর মঙ্গলবার মাদ্রাজের একটি আদালত তাকে জামিন দেয়।
সূত্র: অমৃতবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ