বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা মধ্য শহরের বাজার এলাকা থেকে বিথী আক্তার সাজু (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে ওই এলাকার সোনাপট্টি জামিল সুপার মার্কেটের পঞ্চম তলার ফ্ল্যাট বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
বিথী আক্তার সাজু পাবনা সদরের দোগাছী ইউনিয়নের শাহেদা আক্তারের মেয়ে। স্বামী ভুট্ট খান ও সন্তান নিয়ে তিনি ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বিথী ভুট্ট খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
পাবনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ইবনে মিজান জানান, ধারণা করা হচ্ছে দুইদিন আগে তার মৃত্যু হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।