Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ঘটনার কবলে পপি

ইনকিলাব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ৪:০৮ পিএম

কয়েকদিন আগে একটি চলচ্চিত্রের শুটিংয়ে মোটর সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছিলেন চিত্রতারকা ফেরদৌস ও পূর্ণিমা। মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে তারকা এই যুগলের শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত লাগে। এ ঘটনায় ফেরদৌস-পূর্ণিমাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। তবে এখন তারা সম্পূর্ণ সুস্থ।
এবার ঢাকাই চলচ্চিত্রের দর্শক নন্দিত আরেক তারকা পড়েছেন এমন দুর্ঘটনায়। আজ শনিবার (১৬ মার্চ) স্কুটি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
পপি বলেন, ‘গতকাল শুক্রবার চট্রগ্রামে এসেছি একটি বীমা কোম্পানির প্রচারণামূলক বিজ্ঞাপনের শুটিংয়ে। আজ শনিবার সকালে শুটিং শুরু হয়েছে। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয় আরকি। বিজ্ঞাপনটিতে স্কুটি চালিয়ে মানুষকে সচেতন করতে হবে এমন একটি দৃশ্যের শট দিতে গিয়ে নিজেই শিকার হয়েছি। এর আগে স্কুটি চালাতে পারতাম না। দু’একবার দেখে চেষ্টা করতে গিয়েছিলাম। আর তখনই ঘটেছে এমন দুর্ঘটনা। তবে আশার খবর হচ্ছে খুব বেশি সমস্যা হয়নি। শুধু হাত এবং পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করছি। চিকিৎসকের পরামর্শে এখন বিশ্রামে আছি। একটু সুস্থ হলে ফের বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেব।’
বিজ্ঞাপনটি নির্মাণ করছেন তৌহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, শুটিংয়ের সময় পপিকে বললাম, আপনি স্কুটি চালাতে পারেন? তিনি জানালেন, তিনি সাইকেল চালাতে পারেন। এরপর তিনি সাহস করে স্কুটিতে চড়ে বসলেন। কিন্তু স্কুটি ঘোরাতে গিয়ে পড়ে যান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ