Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথ আয়োজকের দৌড়ে আর্জেন্টিনা-কলম্বিয়া

কোপা আমেরিকা ২০২০

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ৬:৪৮ পিএম

২০২০ কোপা আমেরিকার যৌথ আয়োজক হওয়ার সম্ভবনা উজ্জ্বল হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব আরো একবার বাতিল হওয়ায় সামনে চলে এসেছে লিওনেল মেসি ও হামেস রগ্রিগেজদের দেশের নাম সামনে এসেছে।
বুধবার মিয়ামিতে অনুষ্ঠিত কনমেবল’র কাউন্সিল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। শুক্রবার একই শহরে ফিফার কাউন্সিল সভা অনুষ্ঠিত হওয়ার আগে কনমেবল সদস্য দেশগুলো এই ইস্যু নিয়ে আলোচনা করার তাগিদ অনুভব করেছে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচের বিষয়ে কনমেবল থেকে বলা হয়েছে, ‘২০২০ কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজকের বিষয়টি আমরা জোড়ালোভাবেই বিবেচনা করছি।’
দক্ষিণ আমেরিকার ১০টি সদস্য দেশ নিয়ে গঠিত কনমেবল এক বিবৃতিতে আরো জানিয়েছে, ২০২০ টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনা ও কলম্বিয়ার প্রস্তাবকে অধিকাংশ সদস্যই মেনে নিয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হলে আধুনিক কোপা আমেরিকা যুগে এই প্রথমবারের মত দুই দেশে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজিত হতে পারে।
যদিও আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার দূরত্ব প্রায় ৪,৩৫০ মাইল হওয়ায় যৌথ আয়োজনে আয়োজক কর্তৃপক্ষের লজিস্টিক সাপোর্ট নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কনমেবল অবশ্য জানিয়েছে দুই দেশের উপস্থাপনায় সুবিধা-অসুবিধার বিষয়গুলো বিস্তারিত বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আগামী ১৪ জুন থেকে ১৭ জুলাই এ বছরের কোপা আমেরিকা ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এ বছরের টুর্নামেন্টের পর প্রতি এক বছর অন্তর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।
গত মাসে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন ১৬ দলের সমন্বয়ে ২০২০ কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। ২০১৬ কোপা আমেরিকার শতবর্ষী আয়োজন সফলভাবে আয়োজনের পথ ধরেই যুক্তরাষ্ট্র আবারো নিজেদের দেশে টুর্নামেন্টটি আয়োজনের আশা ব্যক্ত করে।Ñবাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ