পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময় সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ব্যাংকক হাসপাতালের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি। চুক্তির আওতায় আন্তর্জাতিক রোমিং সুবিধাসহ একটি সৌজন্য সিম পাবেন ব্যাংকক হাসপাতাল বাংলাদেশ অফিস এবং লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডর গ্রাহকেরা। অন্যদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত ব্যাংকক হাতপাতালে চিকিৎসা নেয়ার সময় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা।
রবি’র কাস্টমার লাইফ-সাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিসনেস’র ভাইস প্রেসিডেন্ট বিল্পব মজুমদার বলেন, ডিজিটাল সেবা প্রদানকারী অপারেটর হিসেবে প্রচলিত টেলিযোগাযোগ সেবার বাইরে ভিন্নমাত্রার সেবা প্রদানের চেষ্টা করছে রবি। আন্তর্জাতিক রোমিং সেবার মাধ্যমে আমাদের গ্রাহকরা দেশের বাইরে অবস্থানের সময়ও যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতে পারবেন।
ব্যাংকক হাসপাতাল বাংলাদেশ অফিস এবং লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ড. নিলাঞ্জন সেন জানান, তারা থাইল্যান্ডের ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টারের জন্য ওয়ান স্টপ সার্ভিসসহ বিভিন্ন সেবা প্রদান করেন। চিকিৎসা সম্পর্কিত তথ্য, স্বাস্থ্য পরীক্ষা, অনলাইন পরামর্শ, স্বাস্থ্য-সম্পর্কিত তথ্য সংগ্রহ, চিকিৎসকদের সাথে রোগীর স্বাক্ষাৎকারের সময়, ভিসা, টিকিট ও ভ্রমণ-সম্পর্কিত সহায়তাসহ ২৪ ঘন্টা এয়ার অ্যাম্বুলেন্স সুবিধা প্রদান করছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।