Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেনকে বরন করে নিল জনগন।

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ৫:১৩ পিএম

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্য পটুয়াখালী জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজ কল্যাণ মন্ত্রানালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন সংসদের অধিবেশন শেষে আজ বৃহস্পতিবার (১৪মার্চ) বরিশাল থেকে সড়ক পথে পটুয়াখালীর প্রবেশমুখ লেবুখালী ফেরীঘাটে এসে পৌছলে পটুয়াখালী পৌরসভার নবনির্বাচীত মেয়র মহিউদ্দিন আহমেদ ,দুমকী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান ।পরে তিনি ৫ শতাধিক মোটর সাইকেল ও গাড়ীবহরের শোভাযাতা সহকারে তার পিতার বাড়ি মৌকরন কাজী বাড়ি প্রবেশ মুখে স্থানীয়দের দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এ ছাড়াও তিনি পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরবর্তিতে তাকে মহিলা অওয়ামীলীগের পক্ষ থেকে সংর্বধনা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ