মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ চালানোর প্রশিক্ষণ নিতে এবার দেশটিতে যাচ্ছে তুরস্কের সেনারা। চলতি বছরের গ্রীষ্মে এ প্রশিক্ষণ শুরু হবে।
এস-৪০০ কিনতে ২০১৭ সালে আঙ্কারা ও মস্কো যে চুক্তি করে তার আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে।
তুর্কি দৈনিক ইয়েনি সাফাকের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, ১০০ তুর্কি সেনা শিগগিরই আজারবাইজানে যাবে। সেখানে প্রথমে তাদেরকে এস-৩০০ চালানোর প্রশিক্ষণ দেয়া হবে। ২০১৭ সালে এ ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কিনেছিল আঙ্কারা।
এ প্রশিক্ষণ শেষে তুর্কি সেনাদল গরমকালের শেষ দিকে রাশিয়ায় যাবে। সেখানে তাদের এস-৪০০ চালানোর প্রশিক্ষণ শুরু হবে। সেনা দলটি আগামী বছরের জানুয়ারি মাসে তুরস্কে ফিরে যাবে।
এর আগে বলা হয়, তুরস্ককে চলতি বছরের জুলাই মাসে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া। এ ব্যবস্থা নভেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে।
প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনায় তুরস্ককে নানা হুমকি-ধামকি দিয়ে আসছে আমেরিকা। সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক মার্কিন চাপ উপেক্ষা করেই এস-৪০০ কেনার প্রক্রিয়া সম্পন্ন করছে।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বলেন, রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে মার্কিন চাপের মুখে সরে আসবে না তুরস্ক। এমনকি পরবর্তীতে তার দেশ এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও কিনতে পারে বলে হুঁশিয়ারি দেন তুর্কি প্রেসিডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।