Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের জন্য বলিউড তারকাদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ট্যুইট বার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ৪:০৭ পিএম

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে সাধারন মানুষকে ভোটদান করতে বলিউডের তিন খানকে বার্তা দিলেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশাল মিডিয়ার একটি মাধ্যমে আমির খান ও সালমান খানকে ট্যাগ করে মোদী লেখেন, এবার আপনারা নিজেদের ‘আন্দাজে’ মানুষকে ভোট দিতে অনুপ্রাণীত করুন। এরপরের ট্যুইটেই অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও কর্ণ জোহরকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মোদী লেখেন আপনারা নিজের সৃজনশীলতার মাধ্যমে মানুষকে সচেতন করুন এবং ভোটদান করতে আহ্বান করুন।
নরেন্দ্র মোদী বলেন, ভোটদান করা সাধারন মানুষের অধিকার এবং কর্তব্য। এছাড়াও আলিয়া, দীপিকা, রণভীর, বরুণ, রনবীরকেও সাধারন মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ।
মোদির ট্যুইটের উত্তরে রিট্যুইট করেছেন অক্ষয় কুমার, ভূমি পেনডেনকার, আয়ুশমান খুরানা, করণ জোহর এবং আরো বেশ কয়েকজন তারকা। তারা সকলেই মোদির ট্যুইটে সমর্থন জানিয়েছেন।
শুধু প্রধানমন্ত্রী মোদীই নয়, পাশাপাশি সতীর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গাঁধী, অখিলেশ যাদব, মায়াবতী, স্টালিনকে তাদের রাজ্যবাসীদের ভোটাধিকার প্রয়োগ করতে সচেতন করার কথা বলেন তিনি।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন আসনে ভোট গ্রহণ শুরু হবে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ