মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যত বেশি সংখ্যায় সম্ভব, মহিলা ও যুব স¤প্রদায়ের ভোটারকে বুথে নিয়ে আসার জন্য আলাদা আলাদা ভাবে দেশের সর্বোচ্চ পর্যায়ের রাজনীতিক, ক্রীড়াবিদ, সাংবাদিক, সঙ্গীত ব্যক্তিত্ব ও অভিনেতা-অভিনেত্রীদের কাছে আবেদন জানিয়েছেন। বুধবার প্রত্যেকের কাছে পৃথক পৃথক টুইটে তিনি এ আবেদন জানান।
লোকসভা নির্বাচনের মুখে যাঁদের কাছে তিনি ওই অনুরোধ জানিয়েছেন তাঁদের মধ্যে যেমন রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তৃণম‚ল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক, তেমনই রয়েছেন শচিন টেন্ডুলকর, অনিল কুম্বলে, বীরেন্দ্র শেবাগ, শ্রীকান্ত, এম এস ধোনি, বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, গীতা ফোগটের মতো ক্রীড়াবিদও। রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ, সালমন, আমির খান, বিরাট কৌশল ও রণবীর সিংহের মতো অভিনেতারাও। প্রধানমন্ত্রী মোদী একই অনুরোধ জানিয়েছেন পূর্বতন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়কেও। তিনি টুইট করেছেন লতা মঙ্গেশকর এবং এ আর রহমানকেও। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি নেতা শরদ পওয়ার, বিএসপি নেতা মায়াবতী, এসপি নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং ডিএমকে নেতা এম কে স্ট্যালিনকে ট্যাগ করে পাঠানো টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘আমার অনুরোধ, আসন্ন লোকসভা নির্বাচনে বেশি সংখ্যায় ভোটারদের বুথে আসতে উৎসাহ দিন। ভোট পড়ার হার যত বাড়বে, ততই মজবুত হবে গণতন্ত্রের ভিত।’
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগন মোহন রেড্ডিকে ট্যাগ করে পাঠানো টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভোটারদের বেশি সংখ্যায় বুথে এনে ভোটার-সচেতনতা বাড়ানোর পালে বাতাস দিতে হবে।’
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এলজেপি নেতা রামবিলাস পাসওয়ান ও পবন চামলিংকে ট্যাগ করে পাঠানো টুইটে ‘আরও বেশি সংখ্যায় ভোটারদের বুথে নিয়ে আসার জন্য পরিবেশ তৈরি করার’ অনুরোধ জানিয়েছেন মোদি।
লতা মঙ্গেশকর এবং এ আর রহমানকে পাঠানো টুইটে মোদি লিখেছেন, ‘আমজনতা কী চাইছেন, তা বোঝার সেরা উপায়টাই হল ভোট। আর তার জন্যই যত বেশি সংখ্যায় সম্ভব, ভোটারদের বুথে নিয়ে আসা প্রয়োজন।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।