Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাহুল-মমতা-মায়াবতী-অখিলেশের কাছে মোদীর টুইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ৩:৫১ পিএম

যত বেশি সংখ্যায় সম্ভব, মহিলা ও যুব সম্প্রদায়ের ভোটারকে বুথে নিয়ে আসার জন্য আলাদা আলাদা ভাবে রাজনীতিক, ক্রীড়াবিদ, সাংবাদিক ও অভিনেতা, অভিনেত্রীদের কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে। লোকসভা নির্বাচনের মুখে যাদের কাছে তিনি ওই অনুরোধ জানিয়েছেন, তাদের মধ্যে যেমন রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিক, তেমনই রয়েছেন শচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, বীরেন্দ্র শেবাগ, শ্রীকান্ত, এম এস ধোনি, বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, গীতা ফোগটের মতো ক্রীড়াবিদও। রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ, সলমন, আমির খান, বিরাট কৌশল ও রণবীর সিংহের মতো অভিনেতারাও। প্রধানমন্ত্রী মোদী একই অনুরোধ জানিয়েছেন পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও। খবর ইন্ডিয়া টুডে।

রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি নেতা শারদ পওয়ার, বিএসপি নেতা মায়াবতী, এসপি নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং ডিএমকে নেতা এম কে স্ট্যালিনকে ট্যাগ করে পাঠানো টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘আমার অনুরোধ, আসন্ন লোকসভা নির্বাচনে বেশি সংখ্যায় ভোটারদের বুথে আসতে উৎসাহ দিন। ভোট পড়ার যত বাড়বে, ততই মজবুত হবে গণতন্ত্রের ভিত।’
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগন মোহন রেড্ডিকে ট্যাগ করে পাঠানো টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভোটারদের বেশি সংখ্যায় বুথে এনে ভোটার-সচেতনতা বাড়ানোর পালে বাতাস দিতে হবে।’
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এলজেপি নেতা রামবিলাস পাসওয়ান ও পবন চামলিংকে ট্যাগ করে পাঠানো টুইটে ‘আরও বেশি সংখ্যায় ভোটারদের বুথে নিয়ে আসার জন্য পরিবেশ তৈরি করার’ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
লতা মঙ্গেশকর এবং এ আর রহমানকে পাঠানো টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমজনতা কী চাইছেন, তা বোঝার সেরা উপায়টাই হল ভোট। আর তার জন্যই যত বেশি সংখ্যায় সম্ভব, ভোটারদের বুথে নিয়ে আসার প্রয়োজন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ