Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির চুক্তি নবায়ন চান আলবা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ৬:৪৫ পিএম

বার্সেলোনার সাথে সোমবার নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন লেফট-ব্যাক জর্ডি আলবা। নতুন চুক্তি অনুযায়ী ক্যাম্প ন্যুতে ২০২৪ সালের শেষ পর্যন্ত থাকবেন এই স্প্যানিশ ডিফেন্ডার। নতুন করে চুক্তিবদ্ধ হবার পরে আলবা আশা প্রকাশ করেছেন তার মত সতীর্থ লিয়নেল মেসিও কাতালান জায়ান্টদের সাথে তার বর্তমান চুক্তি বৃদ্ধি করবে। মেসির সাথে বার্সেলোনার বর্তমান চুক্তি মেয়াদ ২০২১ সালের জুন মাসে শেষ হবে।
এ সম্পর্কে চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে আলবা স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘আশা করছি মেসিও আমাদের সাথে দীর্ঘসময় থাকবেন। তার সাথে আমার বোঝাপড়াটা দারুন। তার সাথে খেলেই আমি নিজের যথেষ্ঠ উন্নতি করেছি। আশা করছি আমার মত সেও বার্সেলোনায় আরো বেশি দিন থাকার জন্য সম্মত হবে।’
নিজের চুক্তি সম্পর্কে আলবা বলেছেন, ‘নতুনভাবে আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাবের প্রতি আমি কৃতজ্ঞ। আট বছর আমি যুব দলে ছিলাম। আর এখন আরো পাঁচ বছর এখানে থাকার সুযোগ পেয়েছি। এজন্য আমি এজেন্টদের কাছেও কৃতজ্ঞ। নতুনভাবে চুক্তি সম্পন্ন করতে তারাই সহায়তা করেছেন। একইসাথে আমি আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। সব মিলিয়ে আমার বন্ধু, বিশেষ করে আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময়ই আমাকে সমর্থন করে আসছে। এই মুহূর্তে আমি ক্যারিয়ারের সেরা সময় পার করছি। বার্সার হয়ে আরো শিরোপা জিততে আমি মুখিয়ে আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ