Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি ওয়ার্কার্স পার্টির

রাজশাহী ব্যুরো: | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রাজশাহীর তানোরে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দ। গতকাল দুপুরে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা। তিনি বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে তানোরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ওয়ার্কার্স পার্টি থেকে হাতুড়ি প্রতিক নিয়ে শরিফুল ইসলাম চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন। তিনি প্রথম থেকেই ভোটে এগিয়ে থাকেন। আমাদের প্রার্থী শরিফুল ইসলাম বড় ধরনের ভোটে এগিয়ে ছিলেন। প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত হলে কলমা ইউনিয়নের ভোটের কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে।
তানোরে সুষ্ঠু নির্বাচন হলেও শেষ মূহুর্তে ফলাফলের সময় নৌকা প্রতীকের কর্মীরা নির্দিষ্ট ভোটের হিসাব নিকেষ কষে ও ফলাফল ঘোষণা দিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠানো হয়। প্রিজাইডিং অফিসারদের জিম্মি করে হাতুড়ি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়।
তোতা বলেন, নৌকা প্রতীকের প্রার্থী লুৎফর হায়দার রশি ময়না নিজে বলেন ‘আমি কলমা ইউনিয়নের সেন্টারগুলোতে কত ভোট পেলে পাস করবো। সে হিসেব করে ফলাফল তৈরি করে সহকারি প্রিজাইডিং অফিসারের কাছে নিয়ে গিয়ে ৩৫৪ ভোটের ব্যবধান দেখিয়ে পরাজিত করানো হয়।
এছাড়াও ভোটে আইনশৃঙ্খলা বাহিনী ভোট কারচুপির সাথে জড়িত ছিলো অভিযোগ করা হয়। নির্বাচনে নিয়োজিত আনসার সদস্যদের নৌকাতে সিল মারার একটি ভিডিও দেখান।
তোতা বলেন, ভোটের পরপর তানোরে হাতুড়ি প্রতীকের পক্ষের কর্মীদের ওপর হামলা, লুট, ঘরবাড়ি ভাঙচুর মাছ লুটসহ নানা নির্যাতনের শিকার হচ্ছে। স্থানীয় আদিবাসী ও সংখ্যালঘু মানুষদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে নৌকা প্রতীকের সমর্থকরা। প্রশাসন এবিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তানোরের মানুষদের শান্তিতে বসবাস হামলা, নির্যাতন না করার আহ্বান জানানো হয়। একই সাথে কারচুপি ভোট বাতিল করে আবার পূর্ণাঙ্গ ভোটের দাবি জানানো এবং দাবি না মানলে বৃহত্তর আন্দোলের হুশিয়ারি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী মহানগর ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সম্রাট রায়হান, নবনর্বাচিত ওয়ার্কার্স পার্টির উপজেলা ভাইস চেয়ারমাম্যান আবু বাক্কার সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ