বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্রের সব পথ এখন রুদ্ধ। দেশের মানুষের বাক-স্বাধীনতা নেই। আইনের শাসন নেই, মানবাধিকার নেই। ভোট ডাকাতি ও জালিয়াতি এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, নির্যাতন- নিপীড়ন নিয়েই সরকার ব্যস্ত। তিনি গতকাল (সোমবার) গায়েবি মামলায় আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার, অ্যাডভোকেট তাকের আহমেদ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল আলম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।