বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের বড় বাজারের ভিশন কেয়ার নামে একটি চশমার দোকানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পিন্টু ওরফে ট্যাংরা পিন্টুর নেতৃত্বে সন্ত্রাসীরা দোকান ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা মোহিত নামে এক কর্মচারীকে অপহরণ করে। প্রতিবাদে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা শহরের দড়াটানা অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে তিনটি মোটরসাইকেলে করে সন্ত্রাসী পিন্টু ওরফে ট্যারা পিন্টুর নেতৃত্বে ৯জন দোকানে আসে। এ সময় তারা ভিশন কেয়ারে ভাঙচুর এবং লুটপাট করে। এতে বাঁধা দেয়ায় দোকান কর্মচারী মোহিতকে তারা তুলে নিয়ে যায়। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চশমা ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তে দোকানপাট বন্ধ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।