Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন জেলী আক্তার

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৮:২০ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জেলী আক্তার (ফুটবল প্রতীক)। তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ৬৬ হাজার ৩৪৩টি। নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী মাহমুদা খাতুন শিখা (কলস প্রতীক) পেয়েছেন আট হাজার ৪৯৫ ভোট। পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ৮৮টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও সাইফুল ইসলাম বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বিএসসি ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্ধিতায় নিবাচিত হন। শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচনের মাত্র দুইদিন আগে শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জহুরা লতিফের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে মাহমুদা খাতুন শিখা প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরদিন শনিবার অতি উৎসাহীমহলের ঈন্ধনে পুণরায় সংবাদ সম্মেলন ডেকে ভোটে লড়ার ঘোষণা দিলে বিষয়টি স্থানীয় রাজনীতিতে চাপা ক্ষোভ ও হাস্যরসের সৃষ্টি হয়। এছাড়া তাঁর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় এইচএসসির জাল সনদ সংযুক্ত করারও অভিযোগ উঠে।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ