Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সব গুজব মিথ্যে : গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৫:৩০ পিএম

ইতালিয়ান প্রত্রিকার এক রিপোর্টে ফুটবল দুনিয়ায় তোড়পাড়Ñ সামনের মৌসুমে জুভেন্টাসের কোচের চেয়ারে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির জায়গায় দেখা যাবে পেপ গার্দিওলাকে। চমকে দেয়ার মত খবরই বটে! ম্যানচেস্টার সিটি কোচ অবশ্য এটাকে শ্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
বাতাসে এমন গুঞ্জন ভেসে বেড়ানোয় স্বভাবতই ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের পর সংবাদ সম্মেলনে তাকে সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে এই ব্যাপারে। স্পষ্ট করেই সাবেক বার্সেলোনা কোচ বলেছেন, ‘দুই বছর চুক্তির মেয়াদ থাকার পরও আমি আরেক দলে যোগ দেব? অসম্ভব।’ কাতালান কোচ বলেন, ‘যদি তারা আমাকে বরখাস্ত করে। তারপর আমি বাড়ি চলে যাব। তবে ম্যানচেস্টার সিটি আমারকে দুই বছর রেখে দেবে এবং এরপর হয়তো আরো দুই বছর।’ গার্দিওলা স্পষ্ট করেই বলেন, ‘আগামী দুই বছরে আমি জুভেন্টাসে যোগ দিচ্ছি না।’
গুজবের সব দায় সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর চাপিয়েছেন গর্দিওলা। তিনি বলেন, ‘আমি বুঝি না কেন মানুষ বলে আমি জুভেন্টাসে যাচ্ছি। তারা ক্লাবকে জিজ্ঞেস করতে পারে, আমাকে করতে পারে অথবা এজেন্টকে জিজ্ঞেস করতে পারে অথবা মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে। মাসিমিলিয়ানোর জন্যে আমি দুঃখিত।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ