Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুতিনহোকে দর্শকদের দুয়ো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৫:২৭ পিএম

দলবদলের ক্লাব রেকর্ড গড়ে লিভারপুল থেকে আনা ফিলিপ কুতিনহোর উপর আর ধৈর্য ধরে রাখতে পারলেন না বার্সেলোনা সমর্থকরা। পিছিয়ে থেকেও লিওনেল মেসির নৈপুণ্যে দল জিতেছে ঠিকই, কিন্তু কুতিনহোর কপালে জুটেছে সমর্থকদের দুয়ো। দলের ‘ভবিষ্যৎ প্রেসিডেন্ট’ জেরার্ড পিকে সমর্থকদের এমন মতের মূল্যয়ন করছেন; সঙ্গে এও বলেছেন, কঠিন এই সময়ে সবারই উচিত কুতিনহোর পাশে দাঁড়ানো।
টানা দুই ক্ল্যাসিকো জিতে গতকাল ঘরের মাঠে আড়ামোড়া ভাঙতে বেশ সময় নেয় বার্সেলোনার। অবনমন আঞ্চলের দল রায়ো ভায়োকানোর বিপক্ষে ঘুম ভাঙে গোল খাওয়ার পর। এমতাবস্থায় দলের ত্রাতা সেই মেসি। দলীয় অধিনায়ক গোল করালেন, করলেন। বার্সাও মাঠ ছাড়ে ৩-১ গোলের দারুণ এক জয় নিয়ে। ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে আর্নেস্তো ভালভার্দের দলের হয়ে একটি করে গোল করেন জেরার্ড পিকে, লিওনেল মেসি ও লুইস সয়ারেজ।
তবে দিনটা ভালো ছিল না কুতিনহোর। বেশ কিছুদিন ধরে গুঞ্জন, আবার প্রিমিয়ার লিগে ফেরার জন্যে যোগাযোগ শুরু করেছেন ২৬ বছর বয়সী। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে এদিন একাদশে নামান কোচ। কিন্তু এদিনও আস্থার প্রতিদান দিতে পারেনি। বাম প্রান্তে বার বার বলের দখল তো হারানই, আক্রমণেও ছিল না বলার মত তেসন কিছু। দর্শকরা তাই তাকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করতে থাকে। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে তাকে তুলে নেন ভালভার্দে। গত অক্টোবর থেকে তার নামের পাশে মাত্র তিনটি গোল। ম্যাচ শেষে পিকে বলেন, ‘আমাদের অবশ্যই ভক্ত-সমর্থকদের প্রতিক্রিয়াকে মেনে নিতে হবে- তবে এর মাঝে তাকে (কুতিনহো) আমাদের সমর্থনও দিতে হবে।’
স্প্যানিশ পত্রিকা মার্কাকে পিকে বলেন, ‘ফিলিপ ভালো মৌসুম পার করছে। অবশ্যই তার দাম অনেক বেশি বলে তার কাছ থেকে আরো বেশি পারফর্ম্যান্স আশা করা হয়, সমস্যাটা এখানেই। মৌসুমের বাকি সময়ের জন্য তার কাছ থেকে আমাদের সেরাটা দরকার এবং আমি নিশ্চিত সে সেটাই করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ