মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের দুটি স্থানীয় ইংরেজি দৈনিক সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপন বন্ধের প্রতিবাদ করেছে রাজ্যটির অধিকাংশ সংবাদপত্র। রবিবার প্রথম পাতা সাদা রেখে প্রকাশিত হয়েছে সব পত্রিকা।
এদিকে সরকারি এ সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছেন কাশ্মীরের সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে গঠিত সংগঠন দ্য কাশ্মীর এডিটর’স গিল্ড। খবর দ্য ইন্ডিয়ানস এক্সপ্রেস।
খবরে বলা হয়েছে, শ্রীনগরভিত্তিক সংবাদপত্র গ্রেটার কাশ্মীর ও কাশ্মীর রিডারকে অজানা কারণে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কাশ্মীরের অধিকাংশ সংবাদপত্র রবিবার প্রথমপাতা সাদা রেখেই প্রকাশ করেছে। একইসঙ্গে রবিবার বিকালে সম্পাদকদের সংগঠন দ্য কাশ্মীর এডিটর’স গিল্ড বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে।
যে ইংরেজি সংবাদপত্র দুইটির বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে তাদের একটি প্রভাবশালী সংবাদপত্র ‘গ্রেটার কাশ্মীর’, অন্যটি ‘কাশ্মীর রিডার’। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রকাশিত এ দুটি সংবাদপত্রের মধ্যে গ্রেটার কাশ্মীরের সবচেয়ে বেশি সার্কুলেশন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।