বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার ৮ উপজেলায় ভোট গ্রহণ চলছে। তবে এসব উপজেলার অধিকাংশ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে সকাল থেকে সারে ১১টা পর্যন্ত ২০০ ভোট পড়েছে। কেন্দ্রের বাইরে কিছুটা ভিড় থাকলেও ভেতরের চিত্রগুলো ভোটার শুণ্য প্রায়।
এদিকে নেত্রকোনা সদর এবং কেন্দুয়া উপজেলার চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় দুই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে। সদরে মহিলা ভাইস চেয়ারম্যান পদটিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী।
এছাড়া অন্যান্য ৬ টি উপজেলার সবকয়টিতে ভোট গ্রহণ চলছে। ৮ উপজেলায় মোট ভোটার রয়েছে ১২৭৩১৪৭ জন। তার মধ্যে নারী ৬৩২১৯৫ জন। পুরুষ ৬৪০৯৫২ জন।
মোট ভোট কেন্দ্র ৪৯০। ভোট কক্ষের সংখ্যা ২৯৪৩। ৫ টি পৌরসভা ও মোট ইউনিয়ন রয়েছে ৬৮ টি।
নেত্রকোনা সদর, বারহাট্টা, মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, কেন্দুয়া, খালিয়াজুরী ও দূর্গাপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।