Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতেই ব্যালট বাক্স ভর্তি, কেন্দ্র স্থগিত, প্রিজাইডিং অফিসারসহ আটক ৩

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১০:০৩ এএম | আপডেট : ১১:০৭ এএম, ১০ মার্চ, ২০১৯

সিরাজগঞ্জ সদরে ভোটের আগের রাতে জাল ভোট দিতে সহযোগিতা করায় প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে ওই ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। আটককৃতরা হলেন, প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং আবদুল আলীম ও বেলাল হোসেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।

এর আগে রোববার রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের ১নং ওয়ার্ড মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোট কারচুপি ঘটনা ঘটলে সেটি বন্ধ ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, সুষ্ঠু ভোট গ্রহণ করা সম্ভব নয়, এই মর্মে জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়। রাতেই জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন এবং অভিযুক্ত প্রিজাইডিংসহ তিনজন আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ