Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমায় ফিরলেন রেনিয়েরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ৭:৩৫ পিএম

মাত্র আট দিন বেকার থাকলেন ক্লাদিও রেনিয়েরি। ফুলহ্যামের কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার নবম দিনের মাথায় দ্বিতীয় দফায় এএস রোমার কোচ হয়েছেন ৬৭ বছর বয়সী ইতালিয়ান। এর আগে ২০০৯ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেরি আর এই দলে ছিলেন তিনি।
গত বুধবার পোর্তোর কাছে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে রোমা বিদায় নেওয়ার পর কোচের পদ থেকে বরখাস্ত করা হয় ইউসেবিও দি ফ্রান্সেসকোকে। আপাতত মৌসুমের বাকি সময়ের জন্য সেই চেয়ারে দেখা যাবে রেনিয়েরিকে।
২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতিয়ে রূপকথার জন্ম দেওয়া রেনিয়েরির পরের সময়টা ভালো যায়নি। ফক্স খ্যাত দল শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করে। এরপর ফরাসি ক্লাব নঁতেয় গিয়েও সুবিধা করতে পারেননি। এরপর ফুলহ্যামের দায়িত্ব পান তিনি। কিন্তু তার অধীনে ১৭ ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচ জিতে অবনমন অঞ্চলে ঠাই নেয় ফুলহ্যাম। ফুলহ্যাম কর্তৃপক্ষ তাই মৌসুম শেষ হওয়ার আগেই তাকে ছাঁটাই করে দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ