মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চরম উত্তেজনার পর ইসলামাবাদে ফিরছেন পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়া। আজ শনিবার তার ইসলামাবাদে পৌঁছার কথা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সরকারি বার্তা সংস্থা পিটিআই।
গত মাসে পালওয়ামা হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়। পারমাণবিক শক্তিধর এ দুটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ ধারণ করতে থাকে। এক পর্যায়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে দৃশ্যত তা প্রশমিত হয়। এরই মধ্যে ইসলামাবাদ থেকে ভারতে ডেকে পাঠানো হয় ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়াকে।
দেশে ফিরে নয়া দিল্লির সঙ্গে তিনি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তার সঙ্গে পরামর্শ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর আজই তার ফিরে যাওয়ার কথা ইসলামাবাদে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, ভারতের সঙ্গে পরামর্শ শেষ করে ইসলামাবাদে ফিরে যাচ্ছেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। তিনি ৯ই মার্চ সেখানে পৌঁছে দায়িত্ব শুরু করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।