Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

হাসপাতালে ভর্তি, থানায় মামলা

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ২:১১ পিএম

লক্ষ্মীপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় বখাটে যুবক ইমরান ওই শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পরিবার। ভুক্তভোগী শিশুটিকে শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে সদর উপজেলার দালাল বাজারের আমীরের ওয়ার্কশপের পেছনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা। সে দালালবাজারে আমীরের ওয়ার্কশপে কাজ করতো বলে জানা যায়। ভিকটিম স্থানীয় আইডিয়াল স্কুলের নার্সারীতে পড়ে। তার বাবা স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত ইমরানকে আসামী করে সদর থানায় মামলা করেছেন।

ভিকটিমের মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে দালাল বাজারের আইডিয়াল স্কুলের পাশবর্তী বিল্ডিংয়ে ৪বছর ধরে বাসা ভাড়া থাকেন তারা। ওই বাসার পাশে আমীরের ওয়ার্কশপে কাজ করে আসছে ইমরান। ঘটনার দিন পাশের বাসার অন্য শিশুদের দিয়ে ইমরান চকলেট কিনে দেয়ার প্রলোভনে ভিকটিম শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এসময় ওই ওয়ার্কশপের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিয়ে কান্না করতে করতে বাসায় ফিরে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান পলাতক রয়েছে। এ ঘটনার বিচার দাবী করেন ভিকটিমের মা।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষনের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ