Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুড়িগঙ্গায় নিখোঁজ আরও এক শিশুর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১১:১০ এএম | আপডেট : ১১:৩৪ এএম, ৯ মার্চ, ২০১৯

সদরঘাট টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আরো ১জনের লাশ উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত লাশটির পরিচয় পাওয়া গেছে। তার নাম মাহী(৬)।আজ শনিবার(৯মার্চ) সকাল সাড়ে ৮টার সময় আহসান মঞ্জিলের সামনে ওয়াইজঘাট বরাবর মাহীর লাশ ভেসে উঠে। এসময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরিদল ও নৌপুলিশ সেখান থেকে মাহীর লাশটি উদ্ধার করে। মাহীর স্বজনেরা লাশটি সনাক্ত করার পরে লাশটি ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সদরঘাট নৌ-পুলিশের ওসি আব্দুর রাজ্জাক শিশু মাহীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মাহীর লাশ উদ্ধারের মধ্যদিয়ে এপর্যন্ত নিখোঁজ ৬জনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হলো। গত শুক্রবার জামসীদা বেগম(২০) এর লাশ উদ্ধার করা হয়েছে। শিশু মাহীর লাশ উদ্ধার হলেও এখনো তার মা সাহিদা বেগম(৩২) ,বোন মীম(৮),ফুফা দেলোয়ার হোসে(৩৩) ও ফুফাতো ভাই ৬মাস বয়সী জুনাইয়েদ এখনো নদীতে নিখোঁজ রয়েছে। তবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন ও নৌ-পুলিশ নদীতে বাকী নিখোঁজদের উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রেখেছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত ১০টার সময় কামরাঙ্গীরচর এলাকা থেকে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে শাহজালালের নেতৃত্বে একই পরিবারের ৭জন একটি নৌকাযোগে সদরঘাট টার্মিনালে আসছিল। টার্মিনাল এলাকায় তাদের শরীয়তপুরগামী লঞ্চে উঠার কথা ছিল। তাদের বহনকারী নৌকাটি টার্মিনাল বরাবর পৌছলে এসময় টার্মিনাল থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ নামে একটি লঞ্চ ব্যাকগ্রিয়ারে আসার সময় তাদের নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি নদীতে ডুবে যায়। এসময় আশেপাশের নৌকার মাঝিরা আহত অবস্থায় শাহজালালকে উদ্ধার করলেও বাকীরা নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ