বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা খাতুন শিখা প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এতে সরিষাবাড়ীতে আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলী আক্তার মাঠে থাকছেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বিএসসি বিনা প্রতিদ্বন্ধিতায় নিবাচিত হন। একমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলী আক্তার (ফুটবল প্রতীক) ও মাহমুদা খাতুন শিখা (কলসি প্রতীক) প্রতিদ্বন্ধি প্রার্থী হিসেবে প্রচারণা চালান। এ পদে নির্বাচনকে কেন্দ্র করে নানা নাটকীয়তা শেষে মাহমুদা খাতুন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শুক্রবার দুপুরে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জহুরা লতিফ, মাহমুদা খাতুনের স্বামী সরওয়ার কাউসার প্রমুখ।
লিখিত বক্তব্যে মাহমুদা খাতুন বলেন, ‘দলের সিনিয়র নেতাদের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও একমাত্র প্রতিদ্বন্ধি জেলী আক্তারের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা জানান, ‘উপজেলা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই একক প্রার্থী রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।