Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্টার্স অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও বীর মুক্তিযোদ্ধা রজব আলী খান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় তৃতীয় জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে দুই বাংলার ক্রীড়াঙ্গনে মিলনমেলা খ্যাত এ আসরের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো: হারুনুর রশীদ। এসময় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি বাংলাদেশ ডাক বিভাগ ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক মো: আমজাদ আলী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নূরউদ্দিন নয়ন। আসরে ভারতের পশ্চিমবঙ্গের ৫০ জন সহ প্রায় ৪০০ জন পুরুষ ও মহিলা সাবেক অ্যাথলেট এবং ১৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। পুরুষদের ১০২ ও মহিলায় ৫৩ সহ মোট ১৫৫টি ইভেন্টে খেলা হবে। দু’দিন ব্যাপী প্রতিযোগিতা শেষ হবে আগামীকাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ