Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোনয়নপত্র কিনছেন দু’প্যানেলের প্রার্থীরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ৮:৩১ পিএম

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র কিনতে শুরু করেছেন দু’প্যানেলের প্রার্থীরা। রোববার ছিল মনোনয়নপত্র কেনার প্রথম দিন। জানা গেছে, প্রথম দিনে দু’প্যানেলের প্রার্থীরা অর্ধ শতাধিক মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

ইব্রাহিম চেঙ্গিস-শাহ আলম পরিষদ ২৩টি ও ফোরাম সমর্থিত সম্মিলিত প্যানেল কিনেছে ৪০টি মনোনয়নপত্র। চেঙ্গিস-শাহ আলম পরিষদ বাকি ১২টি মনোনয়নপত্র সোমবার শেষ দিনে ক্রয় করবে বলে জানা গেছে। সূত্র জানায়, ৩ আগষ্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে কাউন্সিলরদের কাছে ভোট চাইতে যাচ্ছেন প্রার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ