নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : হাজী নুরুল ইসলাম মুন্সী স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় দু’দিনব্যাপী জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। এদিন বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস উপস্থিত থাকবেন। আসরে দেশের ৬৪ জেলার প্রায় ছয় শতাধিক জুনিয়র অ্যাথলেট অংশ নেবেন।
প্রতিযোগিতার বাজেট নির্ধারণ হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দিচ্ছে পাঁচ লাখ টাকা। বালক ও বালিকা এবং কিশোর ও কিশোরী এই চার বিভাগের ৩৪টি ইভেন্টে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে। যেখানে বালক ও বালিকাদের ১৪টি এবং কিশোর ও কিশোরীদের ২০টি ইভেন্ট থাকবে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।