Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের হামলা আতঙ্কিত কাশ্মীরদের ওপর

সীমান্তে এখনও উত্তেজনা, জনাকীর্ণ বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

ভারতে আবারও কাশ্মীরিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা হামলার পর দেশের বিভিন্ন স্থানে কাশ্মীরিদের উপর হামলা ও নির্যাতনের খবর পাওয়া গেছে। মাঝখানে কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু এবার লক্ষ্মীতে দুই কাশ্মীরিকে মারধর করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটেছে। লক্ষ্মীতে ডালিগঞ্জ এলাকায় বহু বছর ধরে ফল বিক্রি করছেন ওই দুই কাশ্মীরি। বুধবার হঠাৎ করেই বেশ কয়েকজন ওই কাশ্মীরি ফল বিক্রেতাদের উত্তম মধ্যম প্রহার করেন। ওই ব্যক্তিরা কোনও একটি ডানপন্থী দলের সদস্য বলে জানা গছে। শুধুমাত্র কাশ্মীরি বলেই ওই দুই ফল বিক্রেতার উপর আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা ঘটনা¯ল থেকে দুর্বৃত্তদের হাত থেকে ওই দুই ফল বিক্রেতাকে বাঁচিয়েছেন। এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে যে কোনও জঙ্গি হামলায় সাধারণত সে দেশের নিরাপত্তা বাহিনীকেই লক্ষ্যবস্তু করা হয়ে থাকে। তবে প্রচলিত ধারার বাইরে এসে এবার একটি জনাকীর্ণ এলাকায় গ্রেনেড হামলা চালানো হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সীমান্তবর্তী শহর জম্মুর মাঝামাঝি অবস্থানে থাকা এক বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। বাসের নিচে পেতে রাখা গ্রেনেডে অন্তত ২৬ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন আহতরা সবাই বাসের চালক ও সহকারী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২ মাস আগেও জম্মুর অন্য এক বাসস্ট্যান্ডে একই রকমের একটি হামলা পরিকল্পনা করা হয়েছিল। কারিগরি ত্রুটির কারণে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে সমর্থ হয়নি সন্ত্রাসীরা। বিশ্লেষকরা যদিও মনে করেন, সামরিক বলপ্রয়োগের মধ্য দিয়ে ভারত কাশ্মীর সংকটের সমাধান করতে পারবে না, তবু ক্রমশ সামরিক তৎপরতায় কঠোরতা এনেই বিবাদমান সমস্যার সমাধান করতে চাইছে দিল্লি। তবে জঙ্গি হামলা থামছে না। অপরদিকে, বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে এখনও ভারত-পাকিস্তান উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ বুধবার দুইপক্ষের গোলাগুলির খবর পাওয়া গেলেও এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বন্ধ রয়েছে নিকটবর্তী সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে পাকিস্তানের দাবি, কূটনৈতিক তৎপরতায় দুই দেশের উত্তেজনা কমে এসেছে। পুলওয়ামায় হামলার জের ধরে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি বিমান হামলা চালায়। নিজেদের সীমানায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত এবং অভিনন্দন বর্তমান নামের এক পাইলটকে আটক করে পাকিস্তান। এর ফলে ’৭১ পরবর্তী সময়ে প্রথমবারের মতো পাল্টাপাল্টি বিমান হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তরের পর যখন উত্তেজনা প্রশমিত হওয়ার দিকে পরিস্থিতি এগুচ্ছিল তখনই পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে ভারত। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ