Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় দলের অনুশীলনে গোলরক্ষক কোচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ৯:২৩ পিএম

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন কম্বোডিয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত বুধবার দুপুরে রওয়ানা হয়ে সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৌঁছে ইংলিশ কোচ জেমি ডে’র শিষ্যরা। শনিবার নমপেনে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচটি খেলবে লাল-সবুজরা। ম্যাচ শেষে ১১ মার্চ ঢাকায় ফিরে ওইদিনই কাতার যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই দলের বেশীরভাগ ফুটবলারই জাতীয় দলের। কাতারে প্রস্তুতি ক্যাম্প সেরে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলতে ২০ মার্চ বাহরাইন রওয়ানা হবে বাংলাদেশ অলিম্পিক দল। এ দুই মিশনকে সামনে রেখে স্বল্পকালীন চুক্তিতে গোলরক্ষক কোচ ও ফিজিও নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক মাসেরও কম সময়ের জন্য লাল-সবুজের ফুটবলের সঙ্গে গোলরক্ষক কোচ হিসেবে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান ডিন ক্যানেথ মে এবং ফিজিও হিসেবে নিয়োগ পেয়েছেন ইংলিশ সায়মন মল্টবাই। বৃহস্পতিবারই তারা কম্বোডিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন। এদিন নমপেনে জাতীয় দলের অনুশীলনে ছিলেন গোলরক্ষক কোচ ডিন। অস্ট্রেলিয়ান জাতীয় দলে গোলরক্ষক কোচ হিসেবে যিনি দশ বছর কাজ করেছেন। আর ভারতের কেরালা ব্লাস্টার্স, ইস্ট বেঙ্গলসহ বিভিন্ন দলে ফিজিও হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সায়মনের।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ