Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাটমোহরে তিন প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ৭:৪০ পিএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার চাটমোহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর জরিমানা আদায় এবং বিলবোর্ড ও তোরণ অপসারণ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড মো. ইকতেখারুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা উপজেলার ছাইকোলা থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন তিনি। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী আবদুল হামিদ মাস্টার (ঘোড়া মার্কা) তোরণ নির্মাণ করায় ৫ হাজার টাকা, আবদুল আলীম (দোয়াত-কলম) দু’টি প্রচারমাইক একই ভ্যানে ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগে ২ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলম (মাইক মার্কা) কাঠের ফ্রেমে পোস্টার লাগানোর অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেড় শতাধিক বিলবোর্ড ও ৫টি তোরণ অপসারণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের মাত্রা ততই বেড়ে যাচ্ছে। তাই নির্বাচনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান চালানো হয়েছে এবং এখন থেকে এ অভিযান অব্যাহত থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ