বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়েছে মতলব উত্তর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও মতলব দক্ষিণ উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম গিয়াস উদ্দিন।
মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারমধ্যে জাতীয় পাটির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে। কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এমএ কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে এইচএম গিয়াস উদ্দিন মনোনয়নপত্র জমা দেন । কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এইচএম গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মতলব দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রত্যাহারের পর ফেরদৌসী বেগম রুনু একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। মতলব উত্তর উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মতলব দক্ষিন উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। আগামী ২৪ মার্চ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার নির্বাচন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।