Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে হেরোইন সেবনে মৃত্যু বেড়েছে পাঁচ গুণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ৫:৩৬ পিএম

সাম্প্রতিক সময়ে অ্যামেরিকাতে হেরোইন সেবনের প্রবণতা বেড়েছে৷ দেশটির ‘সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন’ বা সিডিসি বলছে, গত কয়েক বছরে মৃতের সংখ্যা বেড়েছে পাঁচ গুণ৷
সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন, সিডিসি-এর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত হেরোইন সেবনজনিত কারণে মৃতের সংখ্যা ছিল ১৫ হাজার ৪৮২ জন, যা ২০১০ সালের তুলনায় পাঁচ গুণ বেশি৷
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে হেরোইন সেবনকারীর সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ (অন্তত ১২ বছর বা তার অধিক বয়সি)৷ পরিসংখ্যান বলছে, তার আগের বছর অর্থাৎ ২০১৫ সালে দেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগে হেরোইন সংক্রান্ত জটিলতায় ৮১ হাজার ৩২৬ জন রোগী ভর্তি হয়েছিল৷
তথ্য বলছে, সাধারণত বড় শহরের বাসিন্দাদের মধ্যে হেরোইন সেবনের প্রবণতা বেশি৷ ১৮ থেকে ২৫ বছর বয়সিদের মধ্যে এই হার বেশি৷
হেরোইন মূলত ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়৷ তবে অনেকেই ধূমপানের মাধ্যমে এটি সেবন করে থাকে৷ ইনজেকশনের মাধ্যমে হেরোইন সেবনের ফলে এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাটইটিস সি, ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণসহ নানা ধরণের জটিলতা তৈরি হয়৷
সিডিসি বলছে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মাদক সেবনের (ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত) কারণে মৃতের সংখ্যা ছিল ৭০ হাজার ২৩৭ জন৷ ২০১৭ সালের তথ্য বলছে, দেশটিতে অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল ওয়েস্ট ভার্জিনিয়াতে৷ সে রাজ্যে মৃত্যুর হার ছিল ৫৭ দশমিক আট শতাংশ (প্রতি এক লক্ষে)৷ অন্যান্য রাজ্যগুলোর মধ্যে রয়েছে, ওহাইওতে ৪৬ দশমিক তিন শতাংশ, পেনসিলভেনিয়াতে ৪৪ দশমিক তিন শতাংশ, ডিস্ট্রিক্ট আব কলম্বিয়াতে ৪৪ শতাংশ এবং কেন্টাকিতে ৩৭ দশমিক দুই শতাংশ৷ সূত্র: ডয়েচ ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ