নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন কম্বোডিয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার দুপুরে রওয়ানা হয়ে সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৌঁছেছে ইংলিশ কোচ জেমি ডে’র শিষ্যরা। শনিবার (৯মার্চ) নমপেনে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচটি খেলবে লাল-সবুজরা। ম্যাচ শেষে ১১ মার্চ ঢাকায় ফিরে ওইদিনই কাতার যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই দলের বেশীরভাগ ফুটবলারই জাতীয় দলের। কাতারে প্রস্তুতি ক্যাম্প সেরে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলতে ২০ মার্চ বাহরাইন রওয়ানা হবে বাংলাদেশ অলিম্পিক দল। এ দুই মিশনকে সামনে রেখে স্বল্পকালীন চুক্তিতে ফিজিও এবং গোলরক্ষক কোচ নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক মাসেরও কম সময়ের জন্য বাংলাদেশ ফুটবলের সঙ্গে গোলরক্ষক কোচ হিসেবে যুক্ত হচ্ছেন ইংলিশ ডিন মে এবং ফিজিও হিসেবে নিয়োগ পাচ্ছেন আরেক ইংলিশ সায়মন মল্টবাই। বাফুফের বিস্বস্ত সুত্রে এই তথ্য জানা যায়। সায়মন ভারতের কেরালা ব্লাস্টার্স, ইস্ট বেঙ্গলসহ বিভিন্ন দলে ফিজিও হিসেবে কাজ করেছেন। অন্যদিকে গোলরক্ষক কোচ হিসেবে ডিন মে অস্ট্রেলিয়ার জাতীয় দলে দশ বছর কাজ করেছেন। এত কম সময়ের জন্য গোলরক্ষক কোচ ও ফিজিও নিয়োগ প্রসঙ্গে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি জানান, কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ ও এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বকে সমানে রেখেই দু’জনকে নিয়োগ দেয়া হয়েছে। তারা কম্বোডিয়ায় জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। কাতার ক্যাম্পসহ এএফসি বাছাই পর্বের জন্য বাংলাদেশ ফুটবল দলকে প্রস্তুত করবেন দু’জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।