নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাইজমানি র্যাঙ্কিং টেবিল টেনিস (টিটি) টুর্নামেন্টের পুরুষ ও মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে পাললিক গ্রুপের মোতাসিন আহমেদ হৃদয় ও ঢাকা আবাহনী লিমিটেডের সোনম সুলতানা সোমা। বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে হৃদয় ৪-২ সেটে শেখ রাসেল ক্রীড়া চক্রের ইমরান হোসেনকে হারিয়ে শিরোপা জিতেন। একই ভেন্যুতে মহিলা এককে সোমার সঙ্গে তীব্রপ্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন নড়াইলের মৌমিতা আলম রুমি। শেষ পর্যন্ত সোমা ৪-৩ সেটে রুমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির, এমপি। এ সময় টিটি ফেডারেশনের সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন, সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক শেখ মো: জাহাঙ্গীর আলম, ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আনোয়ার কবির চৌধুরী বাবু উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।