Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী পদের লজ্জা মোদি -মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৩:২১ পিএম

নানাভাবে বার বার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বললেন, ‘উনি (মোদি) প্রধানমন্ত্রী পদের লজ্জা।’

কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলা এবং তার জেরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলা সম্পর্কে কয়েক দিন ধরেই বিভিন্ন প্রশ্ন তুলেছেন মমতা। যার প্রতিক্রিয়ায় বিজেপির নেতামন্ত্রীরা অনেকেই তার ‘দেশপ্রেম’ নিয়ে পাল্টা আক্রমণ শানাচ্ছেন। এই অবস্থায় মঙ্গলবার মমতা আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘দেশের মানুষ প্রকৃত সত্য এবং তথ্য জানতে পারছে না। এটা দেশের গণতন্ত্রের পক্ষে উপযুক্ত নয়। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কথা বলার অধিকার আছে। এর জন্য যা ইচ্ছা শাস্তি দিতে পারে, আমার কিছু আসে-যায় না।’ সেইসঙ্গে তিনি ঘোষণা করেন, ‘আমরা দেশের বাহিনী, মানুষ এবং শান্তির পক্ষে। আর দাঙ্গা, মোদি এবং বিজেপির বিরুদ্ধে।’
সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি আবার প্রশ্ন তোলেন, কেন পুলওয়ামায় এমন ঘটনা ঘটলো? আগে থেকে গোয়েন্দা-তথ্য থাকা সত্ত্বেও এত জন জওয়ান কেন মারা গেলেন? কেন এত জওয়ানের রক্ত নিয়ে রাজনীতি করা হবে? কেন মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা হলো না? কে দায়ী? জওয়ানদের রক্ত দিয়ে কেউ ভোটে জিতবে— এটা হতে দেওয়া যাবে না। সূত্র: আনন্দবাজার।



 

Show all comments
  • ash ৬ মার্চ, ২০১৯, ৯:০৮ পিএম says : 0
    MOKKA MOKKA PAKISTAN AIRFORCE KA MOKKA KHAKE MODI KA BRAIN DAMISE HOGIA, WSKA BRAIN KAM NEHI KORTA HAY , MIG 21 OUT !! INDIAN ARMY , AIR FORCE , NEVY KA CONFIDENTS LOWEST LEVEL !! WHAT MODI SHOULD DOO?? CHANGE HOLE SETS OF ARMY , AIRFORCE NAVY??? HAHAHAHAHA
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ