Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের সমস্যা জানালেন মদরিচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ৫:৪২ পিএম

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে কোপা দেল রের স্বপ্ন শেষ হয়েছে রিয়াল মাদ্রিদের। তিন দিনের ব্যবধানে দ্বিতীয় এল ক্ল্যাসিকোয় হারের ফলে লিগ শিরোপা থেকেও অনেক পিছিয়ে পড়েছে ইউরোপের সফলতম দলটি। বেঁচে আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা। সেই প্রতিযোগিতায় আজ রাত দুইটায় ঘরের মাঠে আয়াক্সের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচ খেলতে নামবে সান্তিয়াগো সোলারির দল।
প্রথম লেগে আয়াক্সের মাঠ থেকে ২-১ গোলে জিতে আসায় সুবিধাজন অবস্থায় রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। তবে এই ম্যাচে দলপতি সার্জিও রামোসকে পাবে না রিয়াল। ম্যাচের আগের দিন রিয়ালের বর্তমান দুর্দশা সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচ। এজন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিকেই বড় হিসেবে দেখছেন বর্ষসেরা তারকা ফুটবলার, ‘যে কোনো দলই রোনালদো না থাকার অভাব টের পাবে, কেবল আমরাই নই। সে যখন চলে গেল, ক্লাব ভেবেছিল দলের বাকি খেলোয়াড়েরা তার অভাব পূরণ করতে পারবে। নিজ নিজ পারফরম্যান্সের মান বাড়াবে। ক্রিস্টিয়ানো প্রতি মৌসুমে ৫০টা করে গোল করত। প্রতি মৌসুমে ৫০টা করে গোল করে এমন খেলোয়াড় আপনি আর পাবেন না। আমি নাম উল্লেখ করব না, কিন্তু দলের কিছু খেলোয়াড়ের কাছে আমাদের প্রত্যাশা ছিল ৫০টি না হোক, অন্তত ১৫-২০টা গোল তারা করবেই। কিন্তু তারা সেটি করতে পারেনি। আর এটিই আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন।’
ক্রিশ্চিয়ানো না থাকলেও দলের তরুণদের ওপর আস্থা আছে মদরিচের, ‘ক্রিশ্চিয়ানো নেই, এটি মেনে নিতে হবে। রোনালদোর জন্য আমরা ১০ বছর ধরে কান্নাকাটি করতে পারি না। ক্লাব এর মধ্যেই বেল, বেনজেমা, মারিয়ানোর মতো খেলোয়াড়ের ওপর আস্থা রেখেছে। ভিনিসিয়ুস অনেক ভালো খেলছে। অনেক সময় আপনি যা চান সেটি পান না। কিন্তু সেই সমস্যা সমাধান করার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে, উপায় বের করতে হবে। মাদ্রিদ সব সময়ে শীর্ষে থাকবে। হয়তো এখন আমরা ভালো অবস্থায় নেই, কিন্তু শিগগিরই আমরা আমাদের ফর্ম ফিরে পাব আবার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ