Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে নির্মাণাধীন কালভার্টের মাটি ধসে নিহত ২, আহত ৩

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ৫:৩০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টের মাটি ধসে দুইজন শ্রমিক নিহত এবং আহত হয়েছে অপর তিন শ্রমিক। নিহতরা হচ্ছে মোঃ আওয়ালিয়া(২৮) ও মোঃ মশিউর মিয়া(৩৫)। আহতদের নাম হচ্ছেন মোঃ আমিনুর রহমান(৪২), মোঃ আরিফ হোসেন(৩০) এবং মোঃ আব্দুল মজিদ(৩৪)।আজ মঙ্গলবার(০৫মার্চ) সকাল ১১টায় কেরানীগঞ্জের ধর্মশুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।আহতদের উদ্ধার করে স্থানীয় রোহিতপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এলাকাবাসীসুত্রে জানা যায়,স্থানীয় সরকারদলীয় কয়েকজন নেতার তত্ববধানে ধর্মশুরে একটি কালভার্টের নির্মান কাজ চলছিল। সকালে ৭/৮জন শ্রমিক মাটি কাটার কাজ শুরু করে। এসময় হঠাৎ উপর থেকে মাটি ধসে তাদের উপর পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মোঃ আওযলিয়া ও মোঃ মশিউর মিয়া নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।নিহত আওয়ালিয়ার বাবার নাম কাছুয়া মিয়া এবং নিহত মশিউর মিয়ার বাবার নাম আবুল কাশেম । নিহত ও আহতরা সবাই কুড়িগ্রৃাম জেলার নাগেশ্বরী গ্রামের ভিতর বান্দা বাজার গ্রামের বাসিন্দা। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ