Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পাক জলসীমায় ঢোকার চেষ্টা ভারতীয় সাবমেরিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ৪:১৯ পিএম

পাকিস্তানের জলসীমায় একটি ভারতীয় সাবমেরিন ঢুকে পড়েছিল বলে দাবি করেছে পাকিস্তান। পাক তথ্য মন্ত্রণালয়ের টুইটার হ্যান্ডলে এই দাবি করা হয়েছে। যদিও এ নিয়ে নিয়ে ভারতীয় নৌবাহিনী বা কেন্দ্রের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
তথ্য মন্ত্রণালয়ের ওই টুইটার হ্যান্ডলে দাবি করা হয়েছে, ‘ভারতীয় একটি ডুবোজাহাজ পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ার চেষ্টা করলে পাকিস্তান নৌসেনা তা প্রতিহত করে। তবে পাক নৌসেনা ওই সাবমেরিনটি ‘টার্গেট’ করেনি। পাক সরকারের শান্তির পথে পদক্ষেপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে কোন ভারতীয় সাবমেরিন পাক জলসীমায় ঢোকার চেষ্টা করেছিল, তা স্পষ্ট করা হয়নি ওই টুইটারে।
পুলওয়ামা হামলা এবং তার পরবর্তী পরিস্থিতিতে ভারত-পাক সম্পর্কের পারদ চরমে উঠেছিল। পাক সেনার হাতে আটক ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ফেরার পর অবশ্য সেই আবহ কিছুটা স্তিমিত হয়েছে। এই পরিস্থিতিতে ফের পাকিস্তানের এই দাবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। সূত্র: ইন্ডিয়া টুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবমেরিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ