Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুদ্ধ সমর্থন করি না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনাই হোক, কিংবা ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে পাকিস্তানে আটকে রাখার মতো ঘটনা, কোনও পরিস্থিতিই ভারত-পাক যুদ্ধকে তিনি সমর্থন করেন না। সম্প্রতি, এক সাক্ষাৎকারে একথা স্পষ্ট করেছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। তার কথায়, পাকিস্তান যা করছে, তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হোক, কিন্তু তাই বলে যুদ্ধ নয়। তার মতে গোটা দেশবাসী তো আর সৈনিক নয়, তাই যুদ্ধ হলে দেশের সাধারণ মানুষ সমস্যায় পড়বেন।
দেশবাসীর কাছে গায়ক সোনুর অনুরোধ, বুদ্ধি ও বিবেচনার সঙ্গে সিদ্ধান্ত নিন, অকারণে সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানিদের আক্রমণ করেও কোনও লাভ নেই বলে মন্তব্য করেন তিনি। তার কথায়, কোনো কিছু মন্তব্য, করার আগে, কোনো পদক্ষেপ করার আগে বিবেচনা করে কাজ করুন। অকারণ প্রভাবিত হয়ে বচসায় জড়ানো বুদ্ধিমানের কাজ নয় বলে মতো গায়কের। তবে যদি পাকিস্তানের বিরুদ্ধে বদলাও নিতে হয়, তাহলে সেই পদক্ষেপও বুদ্ধিমত্তার সঙ্গেই নেওয়া উচিত বলে দাবি করেন সোনু। গায়কের কথায়, একটা মৃত্যুর বদলে আরেকটা মৃত্যু কোনও সমাধান নয়। তবে এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তাতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে দেওয়া ঠিক আছে মনে করেন সোনু। এমনকি প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধ রাখার কথাও বলেন। তবে এসব কোনও কিছুই স্থায়ী নয়। চিরকালের জন্য পাকিস্তানি শিল্পীদের যে নিষিদ্ধ করা হবে সেটাও বলা যায় না বলে মন্তব্য করেন সোনু। তবে বর্তমানে দেশ যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার প্রয়োজনে এই মুহূর্তের কথা ভেবে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেন গায়ক। তবে উইং কমান্ডার অভিনন্দনকে পাকিস্তানের দেশে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানান সোনু। এটা একটা ভালো পদক্ষেপ বলেও মত প্রকাশ করেন সোনু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ