বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বীরবেতাগৈর ইউনিয়নের খড়িয়া গ্রামে এক যুবলীগ নেতার বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আহত হয়েছে ২ জন। গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী বীরবেতাগৈর ইউনিয়নের যুবলীগ নেতা মাহমুদুর রহমান হীরা জানান, গত ২৮ ফেব্রুয়ারী ইউপি নির্বাচন কে কেন্দ্র করে জয় পরাজয়ের ঘটনায় আওয়ামীলীগ প্রার্থী যুবলীগ নেতা হীরার চাচা লোকমান হোসেন বাবুল পরাজিত হলে প্রতিপক্ষের ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সরকারের নেতৃত্বে একদল স্বশস্ত্র সন্ত্রাসী যুবলীগ নেতার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় সরকার সমর্থিত আওয়ামীলীগ নেতা মশিউর রহমান নান্টু(৩৪) ও তার মা সুলতানা বেগম(৫২) মারাত্মক ভাবে আহত হয়।
এ ঘটনায় নান্দাইল থানার ওসি তদন্ত রুহুল কদ্দুস খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।