Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ২ মেয়েসহ ৭ শিক্ষার্থী বহিষ্কার

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ৬:৪৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগে দুই মেয়েসহ সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার নিশ্চিত করেছেন।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- কিফায়াত সাদমান ইশাদী, রুবাইয়া বিনতে হাশেম, (জাহানারা ইমাম হল), অংকন ভদ্র ও মোহাম্মাদ সাইফুর রহমান সরকার ও নাসজাসী সুলতান (আল বেরুনী হল), মোহাম্মাদ রাকিব হোসেন (রবীন্দ্রনাথ ঠাকুর হল) ও তানভীর আহমেদ শুভ (মওলানা ভাসানী হল)।
প্রসঙ্গত, গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত শিক্ষার্থীরা একই বিভাগের নবীন ৪৮ ব্যাচের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের র‌্যাগিং দেয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ