বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অনিক পালের মৃত্যু হয়েছে। ৮ দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার রাতে ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত অনিক শহরের পূর্ব পাইকপাড়া এলাকার অসীম পালের ছেলে। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মরদেহ এসে পৌঁছেছে। তার পরিবারিক সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকার পাট গুদাম এলাকায় সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। তার মৃত্যুর খবরে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মোঃ জুয়েল প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।