Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাঁওয়ে দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ, থানায় মামলা

ঠাকুরগাঁও সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ৩:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে মেয়েটির কথিত প্রেমিকের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রেমিক রবিউল ইসলাম (২০) কে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে । শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক।

এ ঘটনায় ওই মেয়ের ভাই বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। রবিউল বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া কলন্দা গ্রামের মৃত দবিরুল ইসলামের ছেলে।
ওসি মোসাব্বেরুল হক বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে পিঞ্জিরা আক্তার নামে এক প্রতিবেশীর বাড়ীতে নিয়ে গিয়ে গত রবিবার কোন এক সময়ে ধর্ষণ করে রবিউল। পরে মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় চিকিৎসকের চিকিৎসা করায় পিঞ্জিরা। বিষয়টি মেয়েটির পরিবার জানার পর বৃহস্পতিবার বিকালে থানায় নিয়ে আসে মেয়েটিকে।

ওসি আরও জানায়, পুলিশ ধর্ষক এবং ধর্ষণে সহযোগিতা যারা করেছেন সকলকে গ্রেফতারের চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ