Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় তরুণী, সোনারগাঁওয়ে তরুণের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ২:৪২ পিএম

নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত এক যুবক ও এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ফতুল্লা ও সোনারগাঁওয়ের পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লার জামতলা হাজী ব্রাদার্স রোড এলাকার নির্মানাধীন রউফ টাওয়ারের নিচ থেকে অজ্ঞাত যুবতী (২৪) এবং সোনারগাঁওয়ের কাইক্কারটেক কাফুরদী এলাকার ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে গলাকাটা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তরুণীকে অন্য স্থানে হত্যা করে জামতলা ব্রাদার্স রোডের রউফ টাওয়ারের সামনে ফেলে গেছে কেউ। তরুণীর হাত-পা ভাঙা মনে হচ্ছে। গুরুত্বসহকারে ঘটনার তদন্ত চলছে।

অন্যদিকে, সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, গলাকাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ